আভিজাত্যের ডালপালা ক্রমশ: যতোটা ভারী হতে থাকে
মৃত্যু থেকে দূরে সরে আত্মা,
ভুলে যায় নশ্বর ধুলির ধরা,
অহংবোধ তুচ্ছ ভাবতে শুরু করে তাবৎ সৃষ্টি নিজেকে ছাড়া।
এসব মানুষের অপরাধ বলে মেনে নিতে পারি না,
কোথাও যেন একটা আড়াইপ্যাঁচ,
ভগ্নাংশের ও একটা রহস্য আছে।
পুরোপুরি কিছুই হয়নি দেওয়া; ঘুড়ি উড়িয়ে নাটাই মুঠোয়।
হুকুমের তাবেদারীতে যদি মহান সৃষ্টি! স্বাধীনতার চীৎকার তবে কেন?
জন্ম নয় শুধু, সৃষ্টিইতো পরাধীন,
আদিতেই রাজতন্ত্র, প্রভূতন্ত্র, পুজামন্ত্র!
স্রষ্টা এক ধর্ম অসংখ্য! নারী-পুরুষ বৈষম্য! এ কোন অদৃশ্য ঈশারায়।
ছোটখাট ভাবনাগুলো বলে ফেলতে পারলে মনটা হাল্কা হতো, জায়গাও খালি হয়ে যেত,
আপত্তি তাতেও! তাহলে আর কি? এইতো মুক্তমন শিক্ষার আলো, আলোকিত মানবতা।
============== ===================
১০ এপ্রিল ২০১৬, রবিবার