(দশটি অণুকবিতা ৭-৫-১০ বিন্যাসে)
০১.
অভিমান হয় না,
বুঝনা বলে,
হয়তো হবে; তুমি বুঝলে।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:২১ মিনিট
০২.
চুপ করে থাকাটা
ভুলাত নয়
ভুলতে গেলে; স্মরণ হয়।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:২৭ মিনিট
০৩.
সিগ্রেট ঠোঁটে নেব
চুমু না দিলে,
স্বপ্ন দেখব; বুকেতে নিলে।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:৩২ মিনিট
০৪.
ভালবাসা পেলে না
বলছ কেন,
না দিলে প্রেম; পাবে না জেন।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:৩৯ মিনিট
০৫.
একদিন অভাবে
স্বভাব নষ্ট,
সেইত শুরু; জীবনে কষ্ট!
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:৪৭ মিনিট
০৬.
বড় আপু আসলে
লুকাও ফোন,
কথাও বন্ধ; অস্থির মন!
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৩:৫১ মিনিট
০৭.
অভিসারে মিলন,
মুচকি হাসি,
মধুর সুরে; পীরিত বাঁশি।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৪:০১ মিনিট
০৮.
দেখ, কামড়ে খাবো
ঠোঁটের লাল
বাদুড় ডানা; বড় জঞ্জাল।
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৪:০৯ মিনিট
০৯.
আঁচলে বাধো শুধু
হৃদয়ে নয়
তাতে কি আর; হৃদ্যতা হয!
----------
০৬/০৪/২০১৬, বিকাল: ০৪:১৪ মিনিট
১০.
ভাসাবে যদি তারে,
চোখের জলে
কেন তাহলে বুকে টানলে।
------- ----
০৬/০৪/২০১৬, বিকাল: ০৪:১৯ মিনিট
======= = =======
০৬ এপ্রিল ২০১৬, বুধবার, (+৩)