যদি বলতে না চাও,
থাক না কথাগুলো মুক্তির পথ খুঁজে অন্ধকারেই।
দৈবাৎ যদি খুলে যায়
মনের জানালা দেখ কেমন উৎসুক হয়ে ওঠে ওরা।
সেদি ভেঙ্গে যাবে বাঁধ,
ভাসিয়ে নেবে দূর অজানায় নিজেরই অজান্তে।
চাঁদের ভেলায় চড়ে হবে
‘বেহুলা’; খুঁজে পেতে জীবন; আজকের অবহেলিত।
কারাগার থেকেও দেখ
পালায় দাগি কোন আসামী একটু সুযোগ পেলে,
ওসবতো মনের যন্ত্রনা,
চোখের জলে নিয়ত যাচ্ছে ঝরে একাকী দুপুর রাতে।
তবু তুমি খুলো না মুখ; কোথায় যেন শেওলা জমা,
রোদ উঠলে টনটনে, শুকিয়ে নিও চোখের পাতা।
=========== =============
০৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার