যাই বলতে নেইরে; যারা বলতেন, শিখাতেন,- আসি বলতে
তারা সবাই চলে গেছেন না ফেরার স্রোতে ভেসে অনিশ্চিত
জীবনে।কি জানি কি হবে মাটির গর্তে ফসিল পচে গলে গেলে!
বিশ্বাস অবিশ্বাস ও সব আসমানী বুকে জাগা হাড়ের কঙ্কাল।
সময় ফুরিয়ে এলে মনে হয় সব কাজ শেষ হলো না, বাকি থেকে
গেল বুঝি অনেক কিছু! আসলে কি বাকি থাকে, কে জানে ঠিক
বুঝি না এসব হিসাব। জন্মের সময় কতটা কাজের বরাদ্ধ পেয়ে
দুনিয়ার ঠিকাদারী! তাই বা কে বলতে পারে ঠিক কড়ায় গন্ডায়!
আজকাল কি সব স্বপ্নের সামিয়ানা মাথার উপরে; দুধসাধা শাড়ীতে
দাদীজান ডাকে, দাদার সাথে দুধভাত খেতে খেতে কত কথাবার্তা!
তাহলে কি আমিও ওই পথে! বাকি বুঝি নাই বেশী মন কেমন করে;
হোক না যাত্রাতো শুরুই করেছি। এবার কোথাও থামবো গিয়ে।
না, আমার বাকি নেই; হায় আফসোস নেই কারন নিযন্ত্রন নেই তো,
জন্ম-মৃত্যু বড় রহস্যঘেরা আস্তিক-নাস্তিক সবাই ওই পথেই একবার।
============== =============
০১ এপ্রিল ২০১৬, শুক্রবার