পরাণ প্রদীপ মোর নিভু নিভু দমকা হাওয়া বিভোর,
আঁচলে আড়াল করো তারে হে পরাণ শ্রেয়সী মোর,
সকল গিয়েছে হারিয়ে বিস্মৃতির অতলে ঝড়ঝঞ্ঝায়
তব প্রেমের রশ্মি লভিতে নাড়ি কড়া বন্ধ দরজায়।
বাহিরে বজ্র বাধা সহস্র পথ চলাতে যে প্রতিকুলতা,
প্রানের কান্না কেউ শোনে না; আসে না সফলতা।
যদি বা এলে বুকে টেনে নিতে কেন গো তবে আর,
রেখেছ বাহিরে নাও অন্দরে দেখাও কুসুম বাহার।
স্বপনগুলো করব বপন বোশেখ ভেজা হৃদজমিনে,
ফলবে ফসল প্রণয় প্রবল শুভাসিত বুকের বনে।
রইবে সেথায় ফুলমুকুলে মন গভীরে ভালবাসায়,
রাখব গো সাধন সেধে স্বপনগুলো পুরণ আশায়।
নিত্য পথে তোমার সাথে চলব সবাই নির্দ্ধিধায়,
সম্মুখ পথে থামবো নাগো নতুন কোন বাধায়।
============== =========
২৮ মার্চ ২০১৬, সোমবার