কবিতার শব্দে ফিরে পাওয়া প্রান নন্দিত হোক নেচে
কবিতার বর্ণমালায় প্রাণের সুর থাকুক বন্ধু বেঁচে।
কবিতার শরীরে থাকুক প্রলেপ দু:খ ব্যথা শোক,
কবিতার সিঁড়িতেই আলিঙ্গনে অভিসার হোক।
কবিতার মরু প্রান্তর পেরিয়ে হোক নতুন যাত্রা
কবিতার অলঙ্কারে বর্ণিত হোক আগামীর বার্তা।
======= ============
২৮ মার্চ ২০১৬, সোমবার