কদমবোঁটায় হাত রাখতেই,
শিউরে উঠলে; কি করো কি করো বলে নড়ে চড়ে গা ঘেঁষে বসলে, সরলে না।
আমি কি বুঝবো!
চুলের গোছায় নাক ডুবাতেই,
ছাড়ো ছাড়ো লাগছে তো, বলেই হেলে দুলে পড়লে বুকের উপর, সরলে না।
আমি কি বুঝবো!
চোখে চোখ পড়তেই,
মুচকি হেসে বললে, কি দেখো অমন করে, নজর লাগবে তো, চোখ সরালে না।
আমি কি বুঝবো!
পদ্মপুকুরে সাঁতার দিতেই,
আহ! ছাড়ো ছাড়ো, কেউ এসে পড়বে বলতে বলতে, মেলে দিলে পাপড়িগুলো।
আমি কি বুঝবো!
এমন তোমার খুনসুঁটিতে মনটা যে আনচান; চোখ ঈশারায় জোয়ার ডাকে শুকনো নদীতে,
আসলে কাছে বসলে পাশে বুকের পেয়ালা উপুড় করে নেশা ধরাও দেহবাসে চাঁদনী রাতে।
============= ==========
২৭ মার্চ ২০১৬, রবিবার, বিকাল: ০১:৪০ মিনিট, (+৩)