ব্যস্ততা মরে গেলেও থাকবে,
তার ভিতরেইতো নিজের জন্য একান্ত আপন করে
একফালি সময় টুকরো করে বের করে নিতে হবে
এটা কেউ করে দিবে না কিন্তু।
জগতের চাকচিক্য মোহমায়া
ভুলাতে জানে, ভুলের সামগ্রীতে ভরা দৃশ্যমান চতুর্দিক
আসল মনের প্রাপ্তি বা তৃপ্তি বা সুখ ও বুঝে কয়জনে!
মেকি হাসিতে কান্না লুকায়।
জানি, বারো চিন্তায় ব্যথিত,
ভাগ্যের লক্ষনরেখা অতিক্রমে রাবনদস্যুর নির্যাতন
মন্দ কি? ঈশ্বরের লীলা যদি হয় তেমন গন্ডিবন্ধনে!
উজাড় করে দেব সব নিশ্চিন্তে।
ব্রক্ষ্মা-স্বরস্বতি, সয়ম্ভুমারু-শতরূপা, অহল্যা-ইন্দ্র, যম-যমী,
পুষণ, ব্রক্ষ্মা-শতরূপা, দেবালয়ে দেবদেবী আমরা মর্তবাসী।
============= ===========
১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার