খুঁজে যারে যায় না পাওয়া বুকের মাঝে লুকায় সে,
অবহেলায় রয় পড়ে ধুলোয় কেবা তারে ভালবাসে।
বাদল দিনে প্রানের গানে সুর তুলে গায় বনের পাখী
ঘুমের ঘোরে ভাসে কানে আড়মোড়াতে মেল আঁখি।
শ্বাস টেনে নাও নি:শ্বাস ছাড়ো কে আসে আর যায়,
বুঝতে পারো হৃদয় মাঝে মাতামাতি কোন খেলায়।
একটুখানি একলা বসে চোখ বুঁজে ভাবো একবার,
সত্যি তারে পাওনা খুঁজে নাকি চেষ্টা ভুলে থাকার।
কেমনে বলো ভুলবে তারে জড়িয়ে আছে আঁচলে,
ঘামেগন্ধে হৃদসুবাসে তোমার বুকের কাঁচলে।
চোখের পাতায় ঠোঁটের হাসিতে কর তাকে লালন,
স্বপন দেখে নিশিরাতে জড়িয়ে বুকে সোহাগালিঙ্গন।
মুখেই শুধু শরম তোমার বলতে চাও না কোন কথা,
এমন করে কি যায় লুকানো হৃদয়পোড়া ব্যর্থ ব্যাথা!
=========== =============
১৬ মার্চ ২০১৬, বুধবার