সবটুকু ঘুম কেড়ে নিলে ফুলেশ্বরী
চোখের পাতায় নুনজল
দু:স্বপ্নের সাঁতার কাটা
শেষ হয় না যেন; কবে আসবে ঘুম?
আতরমাখা বুকে মাথা রেখে সোহাগী
আদরে চোখ বুজে, প্রশান্তির
স্বাদ পাব ঠোঁটের অমৃতসুধায়।
হাসির শরাবে ভিজবে গলা পোয়াতী রাতে।
আলিঙ্গনে শিহরিত ভাঙ্গা চাঁদ চোখ টিপে
ডাকবে কাছে, জানাতে মনের
গোপন বাসনা লজ্জিত ইঙ্গিতে।
খুশীর জোয়ার বয়ে যাবে শুকনো নদীতে।
ওই মুখে চেয়ে চেয়ে দৃষ্টি বন্ধক রাখি শুধু,
একটু সোহাগী পরশ পেতে জান কি বন্ধু।
============ ============
১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার, সকাল: ০০:০৬ মিনিট, (+৩)