আজন্ম এক ভালবাসার ভিখারী,
ক্ষুধার্ত খরগোস ঠোঁট সবুজ দূর্বাঘাসে ডুবিয়ে খুঁজে ফিরে মনের ক্ষুন্নিবৃত্তি,
বুক জুড়ে কাশবনে নাক ডুবিয়ে ফুসফুস ভরে শ্বাস টানে সুখের অন্বেষণে!
ভালবাসার মন্বন্তরে তবু পুড়ে খা খা করে আহত অন্তর সীমানাহীন পথচলা।
কবুতর বুকে তবু তীরের নিশানা,
স্বচ্ছ করতোয়া জলে কাকস্নান, চড়ুই ডানায় স্বপ্নের কত ওড়াউড়ি; জামডালে
কাকাতুয়া, কোকিল বসন্তে আসে শুধু, এখন শুনি ভাদ্রেও ডাকে টিনের চালে।
প্লাবিত দুই কুলে ছলছল বয়ে যায় পাড়ভাঙ্গা ঢেউ ধুয়ে যায় আলতা পায়ের ছাপ।
পোড়া মন ছোয়া চায় শীতল প্রলেপ,
ছুটে যায় উত্তরের কালো মেঘ কিম্বা ঈষাণ কোন জমে থাকা ধূসর পোয়াতী মেঘে,
অবিরাম সাঁতার কেটে ভিজে জবুথুবু, নুনজল চুয়ে পড়ে কাজলধোয়া চোখের কোনে,
ভালবাসা গলে যায় তির তির গড়ায় অতলরহস্যগহ্বরে প্রজন্মের উৎসদূয়ার খুলে।
বুকের পাঁজর কাটে দুইধারে ধারাল ছুরি; ব্যাথা নয় সুখ যেন সন্ধ্যেবাতির সলিতায়,
সবুজ শস্যক্ষেত বৈশাখী বৃষ্টিভেজা তরতাজা ভালবাসার উচ্চারণ কম্পিত লালঠোঁটে।
============== ============
১৪ মার্চ ২০১৬, সোমবার