দু:স্বপ্ন ভেঙ্গে গেলে স্বপ্নেরা বাসা বাঁধে।
আশার খড়কুটো জড়ো করে বুকের খাঁচায়,
কুটুমপাখী ডেকে ওঠে ঝিমধরা দুপুরবেলা-
আম জাম ঝাউডালে; ভাঙ্গায় ঘুম।
চুলগুলো সাদা বলে সবতো শেষ নয়!
হতেই পারে এমন বয়সবৈষম্যে অনেক কিছু,
নব্বই আঠারো সমানুপাতিক হার দেখেছি-
খুব বেশী না হলেও হয়ত কিছু কিছু।
প্রচন্ড রোদেলা বেলা সমাজ ব্যবস্থায়,
ঘামগুলো গড়িয়ে নিম্নগামী; আর নাকউঁচু নগরীর
নাগর-নাগরী বিলাসিতায় প্রহর কাটায় পাঁচতারায়।
কোন তারা নেই বলে পকুরপাড়ে।
আঁকনের ডাঁটা ভেঙ্গে দুধসাদা কষে বাতের ওষুধ,
দু’একটা স্বপ্ন তবু থাক না আলিঙ্গনরত ক্ষতি কি !
========== ============
১২ মার্চ ২০১৬, শনিবার