(এ জগতে সব নীরা, নীরা নয়,
কবির চোখে একজনই নীরা হয়)
নীল জিন্স সাদা শার্ট,
চোখে আটা চশমা, তুমি সেই নীরা,
‘সুনীল গঙ্গোপধ্যায়’ কি ছুয়েছিল হাত!
ও্ই ঠোঁট লাল টুকটুক।
নীল জিন্স নীল শার্ট,
পায়ের উপরে পা তুলে বসা অপরুপ,
কপালে হাত রোদের ঝিলিক ঠেকাতে,
দেখেছি অপলক নীরা।
গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে,
কালো নকশা চাদরটি গায়ে জড়ানো,
হাতের উপর এক হাত ভীষন দূরে দৃষ্টি!
খুজছ হয়তো কাউকে নীরা।
হলুদে হলুদে বান্ধবী বা সহপাঠিনীদের ভীড়ে,
হাসি হাসি চাঁদমুখ দেখেছি অবাক দৃষ্টিতে নীরা।
========= ============
১১ মার্চ ২০১৬, শুক্রবার