আঁচল সরালে বুক দেখা যায়,
মন দেখতে অন্তর্দৃষ্টি চাই, ও সবার থাকে না,
যার থাকে সে সত্যিই মহান
জনারণ্যে তেমন খুঁজে পাওয়া অনেক দুষ্কর।
বৃষ্টি দেখতে দেখতে সকালের
আড়মোড়া দিয়ে ঘুম ভাঙ্গা অনুভূতি, কেমন
যেন বুকের মধ্যে স্পর্শ দেয়-
এক কোমল হাতের, চুলের ঘ্রান মন কাড়ে।
বন্ধ চোখের পাতায় হাসিমুখ,
তুমি, হ্যাঁ তুমিই তো ছুঁয়ে গেলে বৃষ্টির ছাটে
ঠান্ডা এক দমকা বাতাস হয়ে
বুকের গভীরে ফুটে থাকা প্রেমের গোলাপ।
প্রতিদিন বৃষ্টি হোক, দরজায় দাঁড়িয়ে দূরে দেখো ,
মন ছুটে যায় কেমন করে বার বার ওই মুখে।
=========== ==========
০৯ মার্চ ২০১৬, বুধবার