চলে যাচ্ছে সময় যেমন দেখেছ তুমি
শীত গ্রীষ্ম বর্ষায় ভাবলেশহীন,
সকাল সন্ধ্যায় আপোষহীন।
আজও তেমনি প্রভাত সিঁদুররক্ত চুমি।
সন্ধ্যায় চাঁদ হাতছানি দেয তারারা হাসে,
ভালবাসি বলে হরিণী মুখ লুকায়,
মুচকি হেসে গোপনে তাকায়।
ভালবাসা হয় না শেষ শুভেচ্ছা পুষ্পরাশে।
এইতো আছি ভ্রমরের গুণ গুণ শুনে শুনে
আবার বসন্তের প্রতিক্ষায় চেয়ে,
প্রজাপতি ডানায় ঈশারা পেয়ে,
যাচ্ছে দিনরাত কোন রকম মুহূর্ত্ব গুনে।
কুশল জানতে চাইলে তো হেসে হেসে বলি আছি ভালো,
অন্তরে কি যাতনা লুকায়! অন্ধকারে জ্বলে না আলো।
============ ==========
০৫ মার্চ ২০১৬, শনিবার