(নীরা’কে, কল্পনা না বাস্তব! থাক না ওটুকু গোপন)
প্রতিরাতে এসে হেসে হেসে বলে যাও শুভরাত্রি,
তুমি কি ডাহুকী নলবনে ডাকো,
জলের উপর জলকেলীতে থাকো
কবিতার মতো তুমিও কি এক ব্যাথার সহযাত্রী।
নীল আকাশের মিটিমিটি তারা খিলখিল হাসিমুখে
ভালবাসো দূরে বসে চাঁদের দুহিতা,
অন্তরে লুকাও বিরহের শত ব্যাথা-
বুঝাতে চাও বাহিরে সবারে সত্যি আছো বড় সুখে।
ও কথা যায় না বলা একান্ত হৃদয়ের গহ্বরে কি রহস্য
দিনরাত তুতপোকা কাটে গিট,
চোখের দৃষ্টি মনের আয়নাপিট
আজীবন সুখী বলে যদি কেহ বলি ও বাজে অবিশ্বাস্য।
এমন গভীর রাতে করুন সুরে কেন অন্তর ডাকাডাকি
সত্যিতো কিছু নয়, ভালবাসা, প্রেম সবই এখানে ফাঁকি।
============== =============
০৪ মার্চ ২০১৬, শুক্রবার, রাত: ১১:০৮ মিনিট , (+৩)