পোয়াতী রাত কি জানতো তাকে চাঁদ প্রসব করতে হবে,
মাছের আঁশ তুলে নিলে জলেও জ্বলে শরীর!
গরম তেলে ভাঁজতে হয় না ঢিমে জ্বালে আর।
সকালের দাঁতগুলো গুড়ি গুড়ি হয়ে ঝরে যায় ধানদূব্বায়।

মনের কষ্টগুলো নলবনে ডাহুকের চিকন পায়ে লাফিয়ে চলে
পদ্মের পাপড়ি নয় পাতায় দাগ কাটে নখরে,
তারপর টুকটাক ঠোকরে ঠোঁটে তুলে আহার
নষ্টস্বপ্নগুলো তবু বুকে আঁকড়ে খারাপ মানুষগুলো কান পাতে।

দূরের সাঁওতালী বাঁশিতে কার কান্না ভেসে আসে নিরবধি হায়
বন্দি জীবন কাটায় জননী বন্ধ্যাত্বের অপবাদে,
ভীষন অভিমানে বলেছিল, ‘সত্যি আপনি খারাপ।’
মাটির সানকি মাটিতেই ভেঙ্গে ছাতু, মন শুধু বিলাসী উল্লাসী।

চোখের কার্ণিশে টুপ টাপ নুন ঝরে পড়ে মন মানে না লাঞ্ছনা,
একটা জীবন কেন এমন অযুত যন্ত্রনায় ক্ষতবিক্ষত মানচিত্র!
=============
০১ মার্চ ২০১৬, মঙ্গলবার