লাল ঠোট দু’টি নড়ে উঠলেই বুঝি ভালবাসা,
কি যত্নে তুলি টেনে রাঙ্গিয়ে রাখো ওখানে প্রেম!
কেঁপে কেপেঁ অধরফাঁকে বেরিয়ে আসে দেখ-
মনের গোপন কথা; তুমি বুঝতেই পারো না।
প্রেমে পড়লে নাকি বুঝা ই যায় না কখন,
কি সব অদল বদল হয়ে যায় জানা অজানায়।
শ্রেনীবিন্যাস, জাত-পাত ওসব ওখানে নগন্য,
মন ছুঁয়ে যায় মনের সীমানা রোদ-বৃষ্টিতে।
তারপর দেখ ফুল ফোটা বসন্তরাগিনী ফাল্গুনে,
প্রজাপতি ডানায় বর্ণিল চিঠি খুশীর বর্ণমালায়,
ওসব চোখের তারায় পড়া যায় ব্যকুল দৃষ্টিতে,
ভালবাসা বুঝিয়ে দেয় বুকের ভাঁজে সুগন্ধি।
লাল ঠোঁট একবার নড়ে উঠলেই বুঝা যায় আর কিছু নয়,
ও কেবলই ভালবাসি, ভালবাসি মৌনতায় নীরব উচ্চারণ।
================= =======
২৯ ফেব্রুয়ারী ২০১৬, সোমবার