(তোমার জন্য ভোরের কাকাতুয়া)
হুম, আমি ভালবাসার মানুষ না,
তবু চাই তুমি ভাল করো।
একদিন হঠাৎ তুমুল রোদে রাস্তায় কোথাও
মুখোমুখী হলে ওড়নাটা মাথার উপর টেনে দিয়ে
হাসতে হাসতে বলো, এই এসো এসো-
ইস্, একেবারে পুড়ে যাচ্ছে!!
অবাক বিস্ময় নিয়ে তাকাবো মুখের দিকে
প্রথম দেখা হবে সেদিন; হয়তো ভালবাসবো।
এখন শুধু লাল হলুদ পাখীদের ভীড়ে মিলাই ওই মুখ,
কি মিষ্টি কাকাতুয়া বুলি
মন টানে কোথাও তির তির স্রোতের মুখে ছলাৎছল
দেখা হয় নি তবু যেন কতকালের চেনা।
না, আমি ভালবাসার কেউ নই, ভালবাসতে কি জানি!
বুকের ধুকপুকে মেপে দেখ; নি:শ্বাস কি ভীষন ভারী!
========== ===========
২৪ ফেব্রয়ারী ২০১৬, বুধবার