ভাল লাগল শুনে,
মৃত্যুকে বুকপকেটে নিয়েও কারো কারো মুখ দেখে
মনে হয় বেঁচে থাকি আর কিছু দিন,
হাসিটুকু দেখি সাথে হাসি উচ্ছ্বলতায়।
তোমার হাসি থামলে,
চারিদিক কেমন অন্ধকার লাগে; কেন লাগে এমন
ভালবাসার সলতে পুড়িয়ে বুঝি
কাজলদানির নাভিতে আঁক স্বপ্নময়তা।
ডাকাত হব বুঝলে,
একদিন সব লুটে নেব ইচ্ছে-অনিচ্ছের বেড়া ভেঙ্গে
অন্দরে হবে অনুপ্রবেশ দেখ
সেদিন মানবো না বারন, চোখরাঙ্গানি।
ভালবাসার আলতা ঢেলে সাজাব মনের মাধুরী দিয়ে,
ছলছল জোয়ারে ভাসাব ছোট্ট স্বপ্নতরী তোমায় নিয়ে।
=========== ==============
২২ ফেব্রুয়ারী ২০১৬, সোমবার