এক পরী কারাগারে দিন কাটাচ্ছে অত্যাচারে,
হাজার পরী মেলছে ডানা রাতের অন্ধকারে।
কাদের ছায়ায় লাস্য মায়ায় থাকে বেঁচেবর্তে,
তাদের টিকি গোপন থাকে কোন শর্তে!
রঙ্গমঞ্চ এই দুনিয়ায় রঙ্গের বড় ছড়াছড়ি,
টাকা থাকলেই যায় করা ভীষণ বাড়াবাড়ি।
--------------- ০ ---------------
১৩ আগষ্ট ২০২১, শুক্রবার, সকাল: ০২:৩৫ মিনিট, কাব্যকুঞ্জ।