এমন ক্যান চিক্কুর মাইরা ডাক পাড়ো দুফর রাতে,
বোঝো না, কেমন উথাল পাথাল ঢেউ বুকের মধ্যে-
পাঁজর ভাঙ্গে নিঃশ্বাসে নিঃশ্বাসে একা থাকা এ ঘরে,
বুঝবা বুঝবা যেদিন চিক্কুর পাইড়াও পাবানা তারে।
বাঁশবন পার হইয়া গোখরার ফণা মাড়াইয়া একদিন,
কতোদিন বৃষ্টিতে ভেজা গায়ে; মাঘ রাইতে কাঁপতে
কাঁপতে, শেয়ালের তাড়া খেয়ে,- সব ভয়-ডর ভুইলা
উজান পানিতে নাও বাইয়া কতোবার গেছি ওপারে।
তবুও ক্যান রাইতের আন্ধারে, চান্দের খেয়ায় বাদাম
উড়াইয়া ডাকো দরিয়ার কুলে; বুঝো না ঘরের জ্বালা?
এত চোখ ফাঁকি দিয়া কেমনে আসি এই রাত-বিরাতে
যদি আসো দিনের বেলা পুকুর পাড়ে সেও এক কথা;
পরাণ দিছি যখন পরাণের কথা আর কই কার কাছে?
মনের ঘরে ছাউনি নাই তবু মানি কেউ বইসা আছে।
------------------ ০ ----------------
৪ সেপ্টেম্বর ২০২২, ২০ ভাদ্র ১৪২৯, ৭ সফর ১৪৪৩, রবিবার, সকাল: ০৪:৩০, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)