উৎসর্গঃঃ তোমাকে
।
কালকের রাণী আজ দেখ মলিন গত যৌবনা
ধুলায় গড়ায় কে রাখে খবর দু'পায়ে মাড়ায়,
সেদিনও ছিল বুকে বাহুতে জড়ায়ে সুনয়না
রূপ-রস শুকালে প্রেমের মোহে কেউ না দাঁড়ায়!
যুবতী যৌবনা হাসিতে মাধুরী মিশিয়ে ললনা
কাউকে কখনো ভুলেও দিওনা হৃদয়ে বেদনা!
-------------- -------------- --------------
১৪/১২/২০১৯, শনিবার, সকালঃ১০ঃ০৪ মিনিট, (+৬)
unauthorized use or reproduction for any reason is prohibited.