চুমুতে ভরেনি মন অশান্ত হৃদয়
দুয়ার খোলনি শুধু করেছ ইশারা
অন্দর মহলে ছিল সতর্ক পাহারা
সন্ধ্যায় দাঁড়ালে এসে তুলসী তলায়।
।
বুকের বাগানে বহে দখিন মলয়,
রঙ্গনে আগুন যেন জলন্ত শাহারা
যৌবন জ্বালায় জ্বলে অনন্ত ইচ্ছেরা
কুমারী কামনা কাঁদে দেহের চিতায়।
।
সুজন স্বজন ভেবে বাহুর বন্ধনে
পাঁজরে টানিয়া লই গোপন সাক্ষাতে
চুমুতে অমৃত ঢালি পিয়াস মিটাতে
তাতেও পুরেনি আশা উপোসী রমণে!
।
বিলাসী বাসনা গলে রহস্য গহ্বরে
পাঁজরে নিঃশ্বাস পোড়ে বিরহী বন্দরে।
-------------- -------------- --------------
০৪/০৪/২০১৯,বৃহস্পতিবার সকালঃ১১ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.