পাখী হয়ে ওড়ো, পাখী ডানা মেলে ওড়ো
দেখো ঐ বাহিরে বইছে বাতাস ঝড়ো!
পালক আগলে রেখো নিজের ডানায়,
পাখীরা পেখম মেলে কত কি জানায়!
বুঝে না মানুষ ভাষা, তীর ছুঁড়ে মারে-
সেই তীর পাখীদের বুক ভেদ করে।
লোহুর ধারায় ভিজে বুকের পালক
যেখানে প্রেমের বাস; থাকে দুঃখ শোক।
পাখীরা আপন মনে করে ডাকাডাকি,
কেউ ভাবে ভালোবাসা কেউ ভাবে ফাঁকি।
পাখী তবু ঠোঁটে ঠোঁটে ভালোবাসা বুনে
মনে মনে রতির বিলাসী দিন গুণে।
পাখীও চমক জানে যেন মাছরাঙা,
পলকে ছোঁ মারে মায়াবতী ঠোঁটরাঙ্গা!
--------------- ০ --------------
০১ সেপ্টেম্বর ২০২১, বুধবার, বিকাল: ০৫:৪৩ মিনিট, কাব্যকুঞ্জ।