পাহাড়ী চাঁদ, তুমি মাঘী পূর্ণিমায় সবুজের চূড়ায় ঢালো,
হলুদ জ্যোৎস্না খুব একাকী নীরব নিরালায় আত্মসমর্পনে।
নির্বাসনে যেতে যেতে যখন মনে হয় ইচ্ছেরা নির্বাসিত,
থাকে না দুঃখবোধ, নিজেকে সাজাও সর্বদা নিজস্ব ভূবনে।
একদা বৃষ্টি হয়েছিল, ভিজে সে নরোম উঠোনে পড়ে আছে ,
কোন কোন পায়ের স্পষ্ট ছাপ, শালিক চড়ুই শ্যামা কোকিল-
গোপনে এসেছিল বুঝি, বুঝোনি। স্বপ্নবিভোর নিদ্রাতুর রাত
কেটে গেছে অজান্তে অবলীলায় ভাঙ্গেনি ঘুম গভীর রাতে।
আহা! এই পথ, এই সবুজ শ্যামলিমায় পাটাতনে বসে,
করছো কি কোন স্মৃতির রোমন্থন! রক্তজবা গুজেছো কানে
সেদিনের মতো আজও নীল শাড়ীতে ঢেকেছো সব আহত
বুকের ক্ষত: ও নীল সবাই বুঝে না। বুঝে আকাশের নীল।
দৃষ্টির চাদর বিছিয়ে রেখেছো দূর বহুদূর অতোটা পথ
কেউ যেতে পারে না কোনদিন, এ পথ অতোটা সহজ নয়!
----------------------- ০ ------------------------
২৬ নভেম্বর ২০২১, ১১ই অগ্রহায়ণ ১৪২৮, দুপুর: ০২:৩৩, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত)