(উত্তর প্রদেশের দলিত কিশোরী ধর্ষণ প্রসঙ্গে প্রিয় বন্ধু সৌমিত্র চ্যাটার্জী'র লেখা পড়ে এটি লেখা)
।
সবার চোখ অন্ধ
সবার মুখ বন্ধ!
এ চোখে যায় না দেখা দলিতের ভাগ্যলেখা,
এ মুখে যায় না বলা এ সব লজ্জার কথা।
বিবেক মরেছে, বুদ্ধি মরেছে, মরেছে মানবিকতা,
দেশের লাশেই কালচে রক্ত মাছিদের ইতিকথা।
বিবেকবানেরা সিদ্ধি টেনে শুদ্ধ হতে ব্যস্ত ভীষন,
দলিত মেয়ের ইজ্জত গেল, গেলই না হয় জীবন!
ভগবানের স্বর্গ আছে,
পাঠিয়ে দিল তাঁর কাছে।
মূর্খরা সব জেনে রেখ তোমাদেরও খবর আছে,
স্বর্গ নরক ঘুরে বেড়ায় তোমাদেরও সবার পাছে।
চোখ তুলেছ জিব কেটেছ, করেছ দলিত কিশোরী ধর্ষণ
তোমাদের বুকে অপঘাত আর অভিশাপের হোক বর্ষণ।
----------------------- -------------------
১৭ই আগষ্ট ২০২০, ২রা ভাদ্র ১৪২৭, সোমবার, রাতঃ০৮ঃ৪২ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.