সৃষ্টি থেকেই এই অভিনয়, এই লুকোচুরি খেলা
কলঙ্কের অসংখ্য দাগ মুখে নিয়েও চাঁদের মত নিষ্কলঙ্ক!
ভালো না থেকেও দিব্যি ভালো আছি বলে চলা
বুকের মধ্য তুষের আগুন অথচ মুখে ফুলের মত হাসি!
কী নিপুণ অভিনয়; মঞ্চ প্রদক্ষিন কাঁধে কাঁধ রেখে,
অঙ্গের খাপে কি সাবলীল সহজ সরল শারীরিক ভাষা!
নিরক্ষর জনেরও সে ভাষা বুঝতে বেগ পেতে হয় না।
এক-ই মশারীর নিচে, এক-ই বিছানা বালিশে মুখোমুখি
আলিঙ্গনাবদ্ধ নিদ্রাহীন কৃত্রিম ঘুমে নিয়মিত নিমগ্নতা!
নিঃশ্বাসে আগুন, বিশ্বাসে ভাঙ্গন, ভালোবাসায় প্রতারণা
কেউ বুঝে না কষ্ট, শুধু মেকি সাজ-গোজে সুখ খুঁজে!
আহা কি সুখ! আমরণ মরণ সুখে, দীর্ঘশ্বাস বুকে বয়ে চলা,
বুকের ভিটায় স্মৃতির ছাইভস্ম, কষ্টে পোড়া কয়লা-কালি
তবু সবাই মুখের দিকে তাকিয়ে বলে আহা কি সুখী মানুষ!
------------------ ------------------
২৯শে মার্চ ২০২১, ১৫ই চৈত্র ১৮২৭, ১৫ই শাবান ১৪৪২, সোমবার, রাত:১০ঃ৫৭ মিনিট,
Unauthorized use or reproduction for any reason is prohibited.
(কৃতজ্ঞতা: Masuda Liza)