পাগলের প্রলাপ আর-
ছাগলের কাঁঠাল পাতা খাওয়ার কাহিনী,
বড্ড পুরনো; রঙচটা হয়ে গেছে।
এবার নতুন গল্প বলো,
আবার ৭১' আসছে,- প্রস্তুতি নাও প্রশিক্ষণে-
এ মাটি রক্তে না ভিজলে পবিত্র হবে না।
রাজনীতি বুঝি না ধারও ধারি না,
যুদ্ধ বুঝি, নুনভাতে বেঁচে থাকার ঘামঝরা যুদ্ধ-
জন্ম দরজায় ভক্তিতে ষাষ্টাঙ্গ প্রণাম রাখি।
মা'কে অসম্মান করে মৃত্তিকা বুঝি না,
দু'পায়ের ফাঁকে জন্ম; সাড়ে তিন হাতে শেষ আশ্রয়-
তেল মালিশের বেলা শেষ অনেক আগেই।
আইনের কাকতালীয় মারপ্যাঁচ তদন্তের ভেল্কিবাজি-
ওসব বাদ দাও; বন্ধ করো দূষিত রক্তের বংশবিস্তার!
----------- ------------
৫ই অক্টোবর ২০২০, ২০শে আশ্বিন ১৪২৭, ১৬ই সফর ১৪৪২, সোমবার, রাতঃ১১ঃ০৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.