ওখানে যেও না বলে সকাল বিকেল
অনেকে শাসনের জাল বিছিয়ে রাখে,
'জীবনানন্দ'ও একবার বলেছিল-
অথচ ইচ্ছে করে ওই ফাঁদে পড়তে।
কেন যাব না! কেন বা বলব না কথা-
তার সাথে! তাদের সাথে হাসি খুশীতে।
অনেক কথাই জমে আছে জীবনের,
চলার পথে সে কিম্বা তারাইতো সাথী।
বুকের পাঁজর থেকে খুলে নিলে হাড়-
খুলে নিলে হৃদপিণ্ডের সব দেয়াল,
সেখানে দেখ সে বা তার উজ্জ্বল নাম-
শুধু প্রেম আর ভালোবাসা ঘিরে আছে!
ওখানেই যাব, বলব কথা নির্ভয়ে,
বিলাব ভালোবাসা প্রেম উজাড় করে।
-------------------- -----------------
১২ই নভেম্ববর ২০২০, ২৭শে কার্ত্তিক ১৪২৭, ২৫শে রবিউল আউয়াল ১৪৪২, বৃহস্পতিবার, বিকালঃ০১ঃ৩১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.