মরে গেলে জানা-অজানা,
চেনা-অচেনা, কতো জনে কতো রকমের কথা বলে,
বেঁচে থাকতে আপন-পর,
অনেকেই দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়।
।
এই সহমর্মিতাটুকু যদি মানুষ জীব্দদশায় কাউকে দেখায়,
হলফ করে বলতে পারি আত্মহননের পথে কেউ যাবই না।
।
বেঁচে থাকার সাধ হয় না
এমন কোন প্রাণী নেই এই সবুজে শ্যামলে ঘেরা জগৎ -সংসারে
স্বপ্ন ও সাফল্যের অমিল
মানুষঅকে হতাশ করে, ডুবিয়ে দেয় হতাশার অতল গহ্বরে।
।
তাইতো প্রচন্ডরকম অভিমান বুকে নিয়ে সরে যায় তারা,
সরে যায় অসহনীয় তীবেভাহাকারের যন্ত্রনায় দগ্ধ হয়ে।
অথচ সবারই ইচ্ছে হয়েই পৃথিবীর অতুল রূপ-রস-গন্ধে,
নিজেকে জীবনের পরিপূর্ণ স্বাদ আহ্লাদে নিমজ্জিত রাখতে।
------------------ ---------- ---------------
১৫/১১/২০১৮, বৃহস্পতিবার , সকালঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.