অকৃতজ্ঞ মানুষের মুখ দেখিয়াছি,
কৃতজ্ঞতা দেখানোর ছলে নাটকের-
মহড়ায় আত্মকেন্দ্রিকতার আদলে!
বিশ্বাসেরা জমে জমে বরফ টুকরো।
মানুষ কি করে পারে এমন ভুলতে,
চোখ উল্টাতে মুহুর্তে অকৃতজ্ঞতায়!
-------------- -------------- --------------
২৯/১২/২০১৯, রবিবার, সকালঃ০৯ঃ১৬ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.