বীদির্ণ বুকে ক্রমাগত ঘন কুয়াশায় জমে বিন্দু বিন্দু কষ্ট;
লোকে তাকে বলে ঋতুবদলে শীতের স্বচ্ছ শিশিরবিন্দু!
কষ্ট দেখে না কেউ, মুখে আওড়ায় শুধু শান্তনাবাণী,
বুকের পাঁজর খুলে যায় না দেখানো কষ্টকঙ্করদানা।
এ এক উত্তম নিয়ম, সৃষ্টিশৈলী; বিধাতার শ্রেষ্ঠত্বের প্রমাণ।
ওখানে পৌঁছায় না কেউ, কষ্টের কাফনে মুখ ঢাকে ব্যার্থপ্রত্যাশা।
-------------------- ------------------------
৯ই সেপ্টেম্বর ২০২০, ২৫শে ভাদ্র ১৪২৭, ২০শে মহরম ১৪৪২, বুধবার, সকালঃ১০ঃ৩৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.