ওই শরীর এক অন্ধকার মায়াময় জগত,
লাস্যময়ী স্বপ্নেরা হামাগুড়ি দেয়; উঠে দাঁড়ায়,
ধপাস করে আছাড় খায়। আবার হাঁটে, দৌঁড়ায়!
থামে না মনস্কাম, অবিরত স্পর্শের অভিপ্রায়।
।
মৌচাকে জমানো মধু খোঁজে মৌয়াল, অমাবস্যার
অন্ধকারে হাতড়ায় গোলাপের ডাল; ফুলবনে
নাক গুঁজে চুরি করে মাতাল ঘ্রাণ। সোমত্ত দেহ
থেকে খুলে নেয় রমণাভিলাষী সঙ্গমালঙ্কার!
।
আহারে শরীর এক! অচীন বন্দর, উঁচু নিচু
ঢেউ খেলা পাড়ভাঙ্গা তুফাণের তোড়জোড় ভারি!
দুই কুলে ভাঙ্গনের ঘোলাজলে, রূপালী ইলিশ
সাঁতরায়, সোনা রুপা ধোয়া জলে জলকেলি চলে।
।
ওই শরীর জুড়ে জীবনের সব সাধ লুটায়,
শরীরে শরীর ঘসে ঘুণপোকা স্বপ্নভ্রূণ খায়!
--------- --------- --------- --------- ---------
২৬/০৪/২০১৯, শুক্রবার, সন্ধ্যাঃ ০৬ঃ৫৩ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.