কতোদিন যেন হয়ে গেছে
ওই চোখে পড়েনি চোখ,
ওই হাসি দেখিনি খলবল
পাড় ভাঙা ঢেউয়ের মতন।
হয়নি স্নান সেই রূপ জ্যোৎস্নায়
কোন এক কোজাগরী পূর্ণিমায়।
------------ --------------
২১শে নভেম্ববর ২০২০, ৬ই অগ্রহায়ণ ১৪২৭, ৪ঠা রবিউস সানি ১৪৪২, শনিবার, রাতঃ১১ঃ২২ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.