আঞ্চল উড়ায়া দিয়া ক্যাডা যায় ঐ পুকুর পাড়ে
সাদা সাদা বকের লাহান ক্যান ইতিউতি চায়,
পাখনা নাড়ায়া য্যান ইশারায় সে নজর কাড়ে
এমন উড়াল দিয়া আচানক কিবা সুখ পায়!
।
ঘরের বান্ধন বুঝি ঢিলা হয়া গেছে অকারণ
তাই বুঝি মন তার আনচান করে নিশিদিন,
এমন জোছনা রাইত কাটায় নাগর বিহীন
আঞ্চলে প্যাঁচায়া রাখে শরীল কি নয়াল যৈবন!
।
ভর দুফর বেলা জিন ভূতের ডর বুঝি নাই
ক্যামন ঘরের মাইয়া দ্যাহো চাইয়া, খিলখিল
হাসতে আছে, উজানে যাত্রা যার ঘরে দিয়া খিল
এমন ক্যান ওই হাসি বুকের মধ্যে মারে ঘাই!
।
এক পাড় ভাঙ্গে নদী আর এক পাড়ে জাগে চর,
মানুষ এমন বুঝি হয় আপন, অচেনা পর!
------------- -------------- --------------
০২/০৯/২০১৯, সোমবার, রাতঃ১১ঃ৩১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.