গভীর রাতের পেটে জলের জোঁয়ার
কেমন স্রোতের টানে ভাসায় জীবন,
আহারে যৌবন দেহে দোলন ভীষন
আঁধার গোপন চিরে বিষাক্ত সাঁতার।
।
অদূরে জানালা খোলা লোচন যাহার
প্রাণের প্রতীক্ষা যেন অনন্ত গহন
অশ্রুতে ভিজেছে বুক লাজের বসন
অধীর অপেক্ষা তবু ত্যাজিয়া আহার।
।
এমন প্রীতির কথা শুনেছে ক’জন
সকল ছেড়েছে শুধু প্রিয়’র লাগিয়া
গেঁথেছে গোলাপ মালা রাত্রিরে জাগিয়া
জেনেও অন্তরে ফাঁকি দিয়েছে স্বজন।
।
তবুও অবলা মন কেঁদেছে বিফলে
আসেনি মনের বনে ভ্রমর সকলে।
-------- --------- --------- ---------
০৮/০৪/২০১৯, সোমবার, সকালঃ০০ঃ৩৯ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.