এমন পূর্ণিমার রাইতে যদি তারে কাছে পাই,
মনের সকল কথা নিরালে খুলে কইতে চাই।
ঘরেতে টেকে না মন ক্যামনে তারে বাইন্দা রাখি,
দুঃখের নিঃশ্বাসে পোড়ে বুক নোনা জলে ভেজে আঁখি।
যতো তারে কাছে ডাকি সে য্যান উজানে ধরে পাড়ি,
সমুন্দরে নাই কোন কুল তবু যায় নাও ছাড়ি।
আমিতো কইনি কিছু করিনি পাপের কোন কাজ,
তবু ক্যান দোষ ধরে, পাড়ার লোকেরা দেয় লাজ।
এমন বিরান ঘরে কি একলা থাকবার পারি!
সে ক্যান বুঝে না আমি যে নয়া বউ যুবতী নারী।
খসায় না ক্যান মাথা যারা দেয় মিথ্যে অপবাদ,
আমার কি দায় এত কই তারে করো প্রতিবাদ?
আহারে পূর্ণিমার রাইত একা একা যায় কেটে,
দুঃখের জ্বালায় এ পোড়া অন্তর যায় য্যান ফেটে।
--------------------- -------------------
২৯শে নভেম্ববর ২০২০, ১৪ই অগ্রহায়ণ ১৪২৭, ১২ই রবিউস সানি ১৪৪২, রবিবার, রাত:১১:২২ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.