যে পাখীটা সব নিয়ে ডানা মেলে চলে গেছে উড়ে,
তার খোঁজে কেন-বা আজ বৃথা ঘোরো বনে বাঁদাড়ে!
ওরা উড়ে যায় ছেড়ে যায় শুধু ডানা গজালেই,
পিছনে তাকায় না; ওড়ে রতির পালক ফেলেই।
জানে না বিহঙ্গেরা উঁচুতে উড়েও পারে না ছুঁতে,
তবু চাঁদ-তারা ছুঁতে চায় ক্ষুদ্র ডানার পাখীরা।
উড়তে উড়তে ওড়ার হয় না শেষ যেতে থাকে,
তারপর হারায় ঠিকানা অচীন পথের বাঁকে।
কাউকে কাঁদায়ে কেউ হয় না সুখী এই জগতে,
নোনাজল নিদারুন শোধ নেয় চোখের কার্নিশে।
ফিরে এলে পায় না আর নিজের সুখের আশ্রয়,
খড়কুটো মুখে নিয়ে চৈত্র শেষে ঘোরে ডালে ডালে।
পাখীর এই ব্যবহার অন্য সব পাখীও জানে,
তবু চুপচাপ একপায়ে ঝিমায়; তামাশা দেখে।
------------ ০ -----------
১০ মে ২০২২, ২৭ বৈশাখ ১৪২৯, ৮ শাওয়াল ১৪৪৩, মঙ্গলবার, সকাল: :১০:৩২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)