মিলি দি, আমরা প্রতিনিয়ত কথা বলতে ভুলে যাচ্ছি;
ভুলেও যাচ্ছি সেই সাথে নিজেদের গর্বিত পরিচয়ও।
কতোটা শক্তি ও সাহস লালন করি এই মনুষ্য বুকে,
ভুলে যাচ্ছি কাকতালীয় পঙ্গু প্রশাসনের নিষ্পেষণে।
অন্যায় সইতে নেই জেনেও দেখ ভাতের থালা পেলে,
ক্ষুধার তাড়নে ভুলে যাই নীতি বিবেক ঝেড়ে ফেলে।
------------------- ------------------------
১৮ই অক্টোবর ২০২০, ২রা কার্ত্তিক ১৪২৭, ২৯শে সফর ১৪৪২, রবিবার, সকালঃ০০ঃ১৮ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.