রজ্জব গাজীর রাইফেল প্রশিক্ষণ
আড়পাড়া ইস্কুলের মাঠে; মুক্তিকামী
যুবা বুড়া সব জড়ো হতো স্বইচ্ছায়
বিকেল হলে সময় পেলে সব ফেলে।
।
আনসার কমান্ডার গাজীর দাপট,
কম ছিল না সবাই জানে রীতিমতো।
থ্রি নট থ্রি হাতে হাতে শিখত যুদ্ধের
নিয়ম কানুন গুলি ছোড়া ঠুসঠাস।
।
সে সব এখন গল্প শুধু ইতিহাস,
একাত্তুরের মুক্তিযোদ্ধা এই দেশেই,
ভিক্ষা করে পথে বসে ছিঃ ছিঃ ছিঃ কি লজ্জা!
কাকে বলি কেবা শুনে নগ্ন সত্য কথা।
।
হাতিয়ার ফেলে সুখের আশায়, স্বপ্ন
পুষে বুকে, দুঃস্বপ্নেই জীবন কাটায়।
-------------------- -------------
২৬/০৩/২০১৯, মঙ্গলবার, সন্ধ্যাঃ০৬ঃ৪০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.