ছাগলের ভ্যাঁ ভ্যাঁ শুনি, গরুর হাম্বা হাম্বা আশেপাশে।
কুকুকের ঘেউঘেউ, শিয়ালের হুক্কা হুঁয়া বাঁদর নাচ!
আহা অরণ্যবাসী, পথে ঘাটে তরতাজা দাঁতাল শাপদ
জিহ্বা বের করে হাপায় অবিরাম শিকারের ঘ্রাণ শুঁকে।
আবাস বলো কাকে হে? এতো দেখি নির্ঘাৎ বনবাস!
নিরাপত্তাহীন দূর্বিসহ জীবন বন্ধ হয়ে আসে নিঃশ্বাস।
------------------ -----------------
২রা সেপ্টেম্বর ২০২০, ১৮ই ভাদ্র ১৪২৭, ১৩ই মহরম ১৪৪২, বুধবার, রাত:১০ঃ০৫ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.