বাস্পরুদ্ধ অভিমান গুলো রেলের মত হুইসেল দিয়ে ছুটে যায়,
মন বুঝে না কিসের এত তাড়াহুড়া-
কেন বা এত অপ্রয়োজন আয়োজন,
হঠাৎ বিকট শব্দে ভেঙ্গে পড়ে তূর্ণা নিশীথা উদয়ন মুখোমুখি সংঘর্ষে।
আশা-নিরাশা স্বপ্ন-দুঃস্বপ্ন বাসনাবিলাসী সমান্তরাল চলাচল চিরকাল,
এসব মেনে নিয়েই এই জীবনের জয়যাত্রা-
জয় পরাজয় কার কখন কেউতো জানে না,
দাঁত আর জিহ্বার মত নিঃশ্বাশে-বিশ্বাসে প্রতিবেশীও আঘাত হানে।
পাঁজরের হাড়ে বিশ্বাস রুয়ে দিয়েও বৈকালিক ভ্রমণে বাদামী আলোর শ্রাবণ,
ভেসে যায় ভালোবাসা পরকীয়া হিজাবে-
ভুলে যায় অঙ্গীকার প্রতিজ্ঞা প্রতীক্ষা সব,
রেষ্টুরেন্ট ক্যাফেটেরিয়ায় নরোম মোম আলোয় শরম শিকায় তুলে আলিঙ্গন।
ঠুনঠান কাঁচের গ্লাস ঢিপঢিপ বুকের মধ্যে সোহাগী রংধনু চুম্বনারতি ঠোঁটে ঠোঁটে,
সতীত্বের নামফলক কালো বোরখায় চাঁদচুমকি তৃষিত নজর কাড়ে নিলামে।
-------------- -------------- --------------
১৩/১১/২০১৯, বুধবার, বিকালঃ০৪ঃ৩৫ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.