হীরের নাকফুল হাতে নিয়ে,
যে প্রেমিক দিন নেই রাত নেই প্রেম পেতে-
ভালোবেসে অভিমানী মনের দুয়ারে কড়া নেড়েছে।
তাকে কী দেখেছ চোখ তুলে,
শুধু স্বপ্ন বুনতেই ব্যস্ত ছিলে আপন মনে,
অথচ স্বপ্নটাই মনের উঠোনে এসে ঘুরে ফিরে গেল!
----------------- ---------------------
৩রা অক্টোবর ২০২০, ১৮ই আশ্বিন ১৪২৭, ১৪ই সফর ১৪৪২, শনিবার, সকালঃ০১ঃ৪২ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.