চটুল প্রেমিকার মতো চোখ টিপে মুচকি হাসি দিয়ে
বিদ্যুৎ চলে যায় সীমানা ছাড়িয়ে।
যতোক্ষণ তাকে পাই ততক্ষণ সে আমার পরম ধন,
চলে গেলেই কুপি বা মোমবাতি হয়ে ওঠে সম্বল;
ভুলে যাই তার কথা; কারন সে চলে গেছে!
তার সময় হলে তবে আসবে; না হলে নাই।
অন্ধকারে টিকটিকি ছুটাছুটি করে,
আরশুলা সভা মিছিল করে। তারা জানে না
এ ক্ষণিকের বিধিবাম খেলা। স্থায়ী কিছু নয়,
তবু তারা অন্ধকারকে ভালোবেসে উল্লাস করে আনন্দে মাতে।
শাক দিয়ে কোনদিন মাছ ঢেকে রাখা যায় না
থুতু দিয়ে কাশ আড়াল হয় না; মিথ্যে দিয়ে সত্যও আড়াল হয় না।
বৃথা চেষ্টা তবু কেউ কেউ সখ করে করে।
সময় ফুরোলে বুঝে যায়
প্রসাধনী দিয়ে প্রকৃত রূপকে আড়াল করা যায় না কোনভাবেই।
চোখ ভিজলেই কাজল গলে যায় ধুয়ে যায় গড়িয়ে পড়ে বুকে।
গাবতলীর হাটে গরুগুলোর মালিক বদল হলে; তারা জানে না
ছুরির নিচে পড়বে না ঘানি টানবে। না কি জোয়াল টানতে হবে!
তবু তারা রশিতে বাঁধা পড়ে গুটি গুটি পায়ে হাঁটে পিছে পিছে।
খড়কুটো ভুষি ফ্যাণ কখনো কাঁচা ঘাসে নাদুস-নুদুস হয়ে ওঠে।
ভাগ্যের খেলা নির্মম হয় অনেক সময়, সব সময় নয়।
সময় বদলে যায় গ্রহ-নক্ষত্রের গতিবিধি বদলে গেলে।
রক্তের ধারা বদলায় না; বদলায় না শুধু মানুষের চরিত্র-
রূপের বদল এক যাদুকরী খেলা কেবলই নজর সাফাই।
আকাশ মেঘলা হলে বৃষ্টি হবে
না হয় মেঘ কেটে রোদ উঠবে
আকাশের তাতে কিছু যায় আসে না।
না চাঁদ; না সূর্যের কিছু যায় আসে।
জীবনের হালখাতায় পুরাতন হিসেবের জমা খরচ টুকে রাখা অভ্যাসমাত্র।
সব দেনা সবাই পরিশোধ করে না;
করতে পারে না অনেকে ।
নাই তো নাই;
যা আছে তাই,-
এই বিশ্বাস বুকে ধরে বেঁচে থাকার নাম সুখ
জীবনের চেয়ে স্বপ্ন বড়ো হলে
সেতো স্বপ্নই থেকে যায় পূরণ হয় না কোনদিন।
------------------ ০ ----------------
১০ আগষ্ট ২০২২, ২৬ শ্রাবন ১৪২৯, ১১ মহররম ১৪৪৩, বুধবার, বিকাল: ০৪:১৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)