নাভীর কাজলদানিতে আঙ্গুল ঘষে,
কস্তুরি সুবাস নিয়েছি পূর্ণিমা রাতে।
লেপ্টেও দিয়েছি কপালে নিশুতি টিপ,
এড়াতে পরশ্রীকাতর কামার্ত দৃষ্টি!
।
ভীষণ ইচ্ছের বিরুদ্ধে দূর্বার চলা,
দুঃসময়ের প্রতারক ডানা দুমড়ে
মুচড়ে ভেঙ্গে দিয়ে, খুব প্রতিজ্ঞাবদ্ধ।
এবার খুলতে হবে স্বপ্নের আড়াল!
।
দিগন্ত পারের ছায়া নেমে এলে পথে,
তারার ঝিলিকে মুর্ছা যায় চন্দ্রচূড়।
কালিন্দির জলে মুখ দেখে নবীতুন,
আফ্রোদিতির মুখে হাসি কূটকৌশলী।
।
বুকের বাগানে ডাকে গোপনে কোকিল,
কামনা বিলাসী মনে বিরহী বিলাপ।
-------- --------- --------- --------- ---
২৯/০৪/২০১৯, সোমবার, রাতঃ১১ঃ৩৫ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.