ভগবান বেগবান স্রোতগুলোকে থামিয়ে খুব গম্ভীরভাবে বললো যে,
দাঁড়াও, কাল থেকে এখানে আর কোণ রকম নদ-নদীই থাকবে না।
বলো, তোমরা কি করবে?
স্রোতেরা হেসে কুটি কুটি,
খিলখিল কলকল ছলছল করে বললো, তাতে এমন কি হবে!
জলের ধারা যেদিকেই গড়ায় আমরা সেদিকেই গলায় গলায়।
দেখোনা বজ্জাত মানুষগুলো দিনরাত নদীর বুক ভরাট করে,
কত বড় বড় অট্টালিকা গড়ে, মসজিদ-মন্দির-গীর্জা গড়ে গড়ে-
ছদ্মবেশের চাঁদরে ঢেকে রাখতে চায়,
প্রতারক রূপ; পশুত্ব লিপ্সা ও দূর্নীতি।
ধর্ষকামী লোলুপ পিপাসায় সারমেয় জিহ্বা বের করে কেমন হাঁপায়,
আর আমরা নীরবে বয়ে যাই পাশ দিয়ে, বান-বন্যায় ভাসাই।
মানুষই মানুষকে মানুষ গড়ার কারিগর জ্ঞানে-বিজ্ঞানে চিত্তে-বিত্তে, ধর্মে-কর্মে।
'বসুন্ধরা' বসুন্ধরার বুক জুড়েই থাকবে, মুনিয়া আর ডাকবে না কোন বসন্তে!
---------------- ----------------
৩০শে এপ্রিল ২০২১, ১৭ই বৈশাখ ১৪২৮, ১৭ই রমযান ১৪৪২, শুক্রবার, সকাল:১০:৩৬ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited.