তুমি রং-তুলিতে ছবি আঁকো আমি শব্দ-ছন্দে ছবি আঁকি,
মূলতঃ তেমন কোন পার্থক্য-তো নেই আমাদের দু’জনের।
তুমি চোখ মুখ ঠোঁট চিবুক স্তন যোনি আঁকো রঙের বাহারে,
আমি শব্দগাঁথায় সেই সব বুঝাই; একটু সময় লাগে বুঝতে।
চিত্রকরের ছবি দেখা মাত্রই দুধের শিশুও চেয়ে দেখে, বুঝে।
শব্দের ছবি বুঝতে মেধা মননে ধীমান হতে হয়; বুদ্ধি লাগে।
------------ ০ -----------
২৮ এপ্রিল ২০২২. ১৫ বৈশাখ ১৪২৯, ২৬ রমাদান ১৪৪৩, বৃহস্পতিবার, দুপুর: ০৩:০৯, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)