ক্ষেতের ফসল নষ্ট করতে দেখে-
গরু-ছাগল ধরতে গেলেই প্রাণপণ দৌঁড়ে পালাতে চায়,
মানুষও তার মোটেই ব্যতিক্রম নয়।
নিজের দোষ ঢাকতে নিজেই কত রকম ফন্দি-ফিকির,
আহানা-বাহানা, গল্প ফেঁদে বসে তার ইয়ত্তা থাকে না।
চাঁদের দিকে তাকাও, দেখেছ!
কত দাগ তার মুখে, বুকে, কলঙ্ক কিনা ওসব জানি না,
তবে খুঁততো বটেই, অনস্বীকার্য-
এই সত্যকেও উপেক্ষা করে সুন্দরের একমাত্র উপমায়-
মানুষই চাঁদকে ব্যবহার করে; সৌন্দর্য ও মাধুরীময়তায়।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোন খুঁত খুঁজে পাও? পাও না!
কিভাবে পাবে? মুখোশের আড়ালে যে ঢেকে রেখেছো কৌশলে।
একবার মুখোশ খুলে নিজেকে দেখ; আঁৎকে উঠবে বুকের ভেতরটা,
মুখ আর মন ভিন্ন হলে সৃষ্টি জগতে তার চেয়ে ভয়াবহ কুৎসিত কিছু নাই!
--------------------- ---------------------
১৩ই মে ২০২০, ৩০শে বৈশাখ ১৪২৭, বুধবার, সকালঃ০৮ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.