মুখ দেখি নাতো দেখি শুধু রঙিন মুখোশ,
তাতেই খুশী মনের মধ্যে নেইত আফসোস।
বদলে যাওয়া সময়ের এ আধুনিক স্রোতে
দোষ কী তাদের ইচ্ছেখুশী ভেসেই যেতে।
ঝড়ের তোড়ে সবই ভাঙে ভালো কিবা মন্দ,
এ নিয়ে তাই রয় না মনে অকারণ দ্বিধা-দ্বন্দ্ব!
----------------- ----------------------
১৬ই সেপ্টেম্বর ২০২০, ১লা আশ্বিন ১৪২৭, ২৭শে মহরম ১৪৪২, বুধবার, সকালঃ০১ঃ৪৯ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.